নতুন বছরে , আমার প্রাপ্তি ,
তোকে গোপনে ভালবাসা l
হৃদয় জমিনে তোর চিত্রাঙ্কন . .
যখন সবাই , উল্লাসে আত্মহারা
তখন আমি তোর ভাবনায় . . .
ভালোবাসা ,
তোর প্রত্যেকটা দিন ভালো কাটুক
যেমনি ভোরের সূর্য উঠে . .
কলি থেকে ফুল ফোটে l
নতুন বছরে , আমার প্রাপ্তি ,
তোর প্রতি , আমার ভালোবাসার শ্রদ্ধা ,
তুই আমার হৃদয়ের আশ্রয় নিয়ে . .
আমাকে করেছিস ঘর ছারা ,তাই l
১-১-২০১৮