তুমি চাইলে আমার লাইবেরির কিছু বই চুড়ি করে নিতে পারতে ,
তুমি চাইলে আমার একটা দুপুর নিতে পারতে -
তুমি চাইলে নিতে পারতে জীবন থেকে কয়েকটা গোলাপ l
কিন্তু তুমি এতটাই বিষধর - নিখুঁত ভাবে চুড়ি করলে আমার স্বপ্নের ফর্মুলা -
চুড়ি করে নিলে আমার সরলতা , চুড়ি করে নিলে - ভিতরে জেগে ওঠা উঠতি আগ্রহ l
এই জন্য আমি রাগ করে - আবিষ্কার করতে যাবো না , পারুমানুবিক বোমা ,
আনতে যাব না - বিষদর সাপের মাথার মনি l
আমি ছিলাম যেমন থাকবো তেমনি - শুধু সিন্ধুকের চাবিটা সমুদ্রে ফেলে দেবো l
যেন জলের নিচের জলে ডুবে যায় -
যেন অন্ধকার হতে আরও অন্ধকারে হারিয়ে যায় -
না হলে আমি যে কেঁদে ফেলব - স্বপ্ন হারাবার নিখুঁত যন্ত্রণায় l
২৪-১১-২০১৯