ভালোবাসা  ব্যাপার টা , আমার মধ্য নেই -
না এই শব্দটার মানে বুঝেছি - না ভাবনাতে   এসেছে ,
তবে কেন যেন বারবার ছুটে যেতে ইচ্ছে করছিল -
একটুকরো টান ছিল অনুভবে -
কাছে পাবার তীব্র আগ্রহ ছিল -
যা মরেছিল লজ্জা ভয় আর সঙ্কটে l
প্রথমে তো ভেবেই নিয়েছি -
তুমি বেড়ে ওঠা বয়সের এক অভিনব টান -
তুমি প্রতিভাকে বিকশিত করার এক বান -
সমাজ তার দৃষ্টি ভঙ্গিতে ইঙ্গিত দিল -
তুমি প্রেমে পড়েছ , তাই শুনে দ্বিধা দ্বন্দ্বতায়  পুরো আকাশ
কেউ বলল এটাই ভালোবাসা -
আমি শিকার করতে বাধ্য নয় - এটা ভালোবাসা !
বার বার চোখের স্পর্শ , শব্দের অনুভূতি - আর তার নিরবতা -
ভিতরে বলছে সব মায়া , ভালোবাসার চেয়ে বেশি কিছু -
ভালোবাসা তো পড়া শেষ করা একটা উপন্যাস !
মায়া  শব্দটা কোন  বাচাল ছেলের বিরক্তি কর কথা - যা কখনো শেষ হয় না l
ভালোবাসা আর মায়া দূর সমুদ্রের শব্দ ,
ভালোবাসা সময়ের কথা বলে -
মায়া সে অবিনশ্বর - কখন জেগে ওঠে কে জানে !!
৩-৫-২০১৯