খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছি
যেখানে প্রতিদিন খুন, ধর্ষণ, আর উত্তেজক খবর ছাপা হয়
যেখানে লুকানো খারাপ কাজগুলোকে উন্মুক্ত করা হয়
যেখানে বুকের উপর হতে ওড়না সরানোর সাহসিকতা লেখা হয়
যেখানে অশ্লীল ছবির বর্ণনা ফুটে ওঠে খুব
যেখানে মিথ্যেরা জেগে ওঠে , সত্যরা দেয় ডুব
খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছি
পড়তে পড়তে ক্লান্ত হয়ে নয়, বরং সময়ের সাথে তার পরিবর্তনে
নিউজে এখন আর সাহসী মানুষের গল্প ছাপা হয় না
এখন ধর্মীয় কথা ছাপা হয় না
খবরের কাগজ এখন আর সমাজের সামাজিকতা পাওয়া যায় না
ছাপা হয় না এখন আর সমাজের প্রয়োজনটা কি!
এখন খবরের কাগজ পরে অন্ধ মানুষ l
এখন নিউজ ঢুকে গেছে ফেসবুকে
ঢুকে গেছে ওয়েব প্রটালে
ঢুকে গেছে হাতের মোবাইলে
লিংক ভিউ আর রিভিউতে l
কবর হয়ে গেছে সমাজের লুকানো সত্য গল্প,
খুলে গেছে রাতের অন্ধকার,
হেডলাইনে পুরস্কার পেল পন্নষ্টার, শেষ পাতায় ভাঙলো কার সংসার
মাঝখানে অভিমানে লুকিয়ে গেল কৃষকের নবান্ন
রাখালের বাঁশি , মাঝিদের গান, গাজীদের জয়
মাঝখানে হারিয়ে গেল বাংলাদেশ, লুকানো ক্যামেরায় ব্যক্তিত্ব হারানোর ভয়।
খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছি, উড়ছে শুধু ধুলো
চোখ বুজে কান পেতে শুনছি, কাপড় তুমি খোলো।