যে পাশে আছে, পাশে নেই
ইচ্ছে ওই  তারাটাকে ছুঁই
ওষুধ খেতে বলে ডাক্তার
আমি ভক্তি নিয়ে বিষ ছুঁই।

যে পাবে, তাকে দেই না
গোধূলির লগ্ন
যে আমার অনিয়ম
তার ভাবনাতে  মগ্ন।

হোটেলের রান্নাতে বেশ মজা
পার্টি হই হুল্লোর
কিচেনের রান্নায় ভালোবাসা
জীবনের সুর।

পাকস্থলী চায় যা
তাতে নাহি  স্বাদ
দু মুখো মন অকারণে
বাড়ায় বিবাদ।