তোমাকে ভুলে যাওয়াটা মুশকিল হবে
হয়তো আবেগের বর্ষে বলেই ফেলবো ভুলে যাব
আচ্ছা সূর্য কি কখনো পশ্চিমে ওঠে ?
ঘড়ি কি কখনো উল্টো গোরে?
সময় কি কখনো থেমে থাকে?
সব যদি নিয়মই থাকে !
তবে অসময়ে মনে পড়বে তোমাকে !
এই ঠিক ধরো, কারো বাহুডোরে শুয়ে তোমাকে মনে করা।
এই ডিজিটাল যুগে এসে তোমাকে ভুলে যাওয়া কঠিনই হবে
সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি, এই যান্ত্রিকতায় ব্যস্ততায়।
এই টেনশন ভরা শহরের, একই একই রাস্তায় ঘুরপাক খাওয়া।
তখন না পাওয়াটাই জেগে উঠবে, পাওয়াটার মূল্য দেয় কে ?
তোমাকে ভুলতে পারা আর মহাভারত সংশোধন করা
হয়তো একই হবে!
এ পৃথিবীতে তাই ঘটে যা মনে রাখার প্রয়োজন পড়ে না
তবুও তোমায় বারবার মনে হবে।
যা তুমি ভুলতে চাইবে সবচেয়ে বেশি, তাই থাকবে!
দেয়ালের ক্যালেন্ডারে যা মনে রাখার জন্য লিখে রাখবে,
ভুল হয়ে যাবে সেখানে বারবার।
তোমাকে ভুলে যাওয়াটাই একটু মুশকিল হবে
ভুলতে চাওয়াটাই ভুল
তুমি জেগে ওঠা রঙিন সময়ের পদ্ম
অমূল্য হীরের চেয়েও, দামি সেই ফুল।