ভালোবাসি না , কিন্তু হিংসে হয় -
কাছে না থাকার শত চেষ্টা কিন্তু দুরে গেলে কষ্ট হয় -
মাঝে মাঝে - অভিমান আসে ,
দেখলে কাউকে তোমার পাশে l
আমি বলছি না , তোমাকে ভালোবাসি -
আমি শুধু বলছি , তুমি শাড়ি পড়ে ঘর থেকে বের হবে না
কানে পরবে না দুল -
মাথায় গুজবে না - ঝড়ে পরা কোন ফুল -
পাড়ায় পাড়ায় এখন সাপখোপ , ফেনা তুলছে বর্ষায়
চোখে মেখনা কাজল , যদি মন চায় !
একবার ও ভেবো না , তোমায় ভালোবাসি -
তোমার খোলা চুলের কেউ প্রশংসা করলে , একটু হিংসে হয়
কিছুটা শূন্যতা আসে হৃদয়ে - কেমন যেন করে ভয় !!!
তাই তো আমার ভিতর  অভিমান আসে -
হৃদয়ের নীল আকাশে - হতাশার কালো মেঘ ভাসে l
ও ভুলেই গিয়েছি - তুমি হাসবে না  , হাসলে তোমায় বাজে দেখায় -
খুব খুব বাজে , দেখনা , কেমন করে ছেলে গুলো --
বিতিস্না নিয়ে তোমার দিকে তাকায় -
আমি কিন্তু পছন্দ করি না , শুধু অনেক দিন পাশাপাশি পথ চলা -
তাই এই কথা গুলো বলা l

১২-৭-২০১৮