আজ দলে দলে মানুষের কোলাহল হবে
আজ বিশ্ব বিশ্ব প্রতিবাদ হবে
আজ দিন হবে শুধু শ্রমিকের শ্রদ্ধার
জীবন থাকলে কাজ হবে, জন্ম হবে যোদ্ধার।
চাই কাজ, চাই ঘুম আর আনন্দ
চাই জীবনের ভাজে ভাজ বেঁচে থাকার ছন্দ
দেখবো এক আয়না, থাকবে না হায়না
সরল পথে কেন হাঁটা যায় না।
আজকের এই দিনে, দিয়েছে যারা প্রাণ
তাদের সম্মানে বাজুক শ্রদ্ধার গান
তাদের সম্মানে নীরবতা নামুক
তাদের সম্মানে মালিক শ্রমিকের ব্যবধান থেমে যাক।
জীবন তো একটাই তাকে সাজাতে দাও
একই রক্তের জল ঢেলে
তাকে উড়তে দাও প্রজাপতি হয়ে
আসমানে পাখা মেলে।
কাজ কাজ শুধু কাজ, এত কাজ কিসের
ভারসাম্য না থাকলেই হবে তা বিষের
এ পৃথিবীটা সত্যিই সুন্দর
শুধু মালিকের একা নয়, সাথে শ্রমিকের।