দরিদ্র পৃথিবীর রাজা

মা অন্তরে বিষণ শূন্যতা , খা খা করা মরুভূমি
সবাই  করছে  উজ্জাপন  - শুধু নই আমি
শ্যাওলা পরছে অন্তরে - তুমি ধীরে ধীরে
হারিয়ে যাচ্ছ - আমার কল্পনার বাহিরে l

তুমি শুধু আমার কবিতায় এখন আর বাঁধাই করা ফ্রেমে
কাঁদছি চোখের জলে - কি ছিল তোমার মাতৃ - প্রেমে !
হারিয়ে ফেলছি - ঝাপসা ঝাপসা হয়েছে তোমার মুখ
তুমি নেই তাই - পাওয়া হচ্ছে না , জীবনের আসল সুখ l

মা কারো কাছে - আজ আমার আবদার নেই
নেই শাহাবাগের মোড়ে - যন্ত্রণা দিয়ে আইচক্রিম কিনে নেওয়া
নেই চোখের জল দিয়ে সব আবদারের  সুরুঙ্গ পথ
শাড়ির আঁচাল  কিংবা জল মোছার জন্য তোমার দুটো হাত l

তোমার শূন্যতায় - আমি এক দরিদ্র প্রান
তুমি হীন  অভাবের রাজত্বে - সিংহাসনহীন  এক রাজা l
বিশৃঙ্খল সে জীবন -  
সেখানে শাপ-  খোপে কাটছে প্রতিনিয়ত - -  -   মা l

১৩-৫-১৮