ভালোবাসা তোর কাছে লেখা চিঠি গুলো ,
পড়ে থাকে টেবিলের উপরে কিংবা বুক সেলফ এ
তোকে দেবো দেবো করে আর দেওয়া হয় না l
প্রতিদিন অজস্র কথার জন্ম হয় , তোকে বলা হয়না
প্রতিদিন অনেক গল্পেরা কথা বলে , তোকে জানানো হয়না
অনেক ভালবেসে তোকে , তাই আমি লিখি
হয়তো তুই পড়িস না ,
তোকে দেয়ার জন্য মনটা বড় বেসামাল
হৃদয়ে করে গোলমাল l
প্রতিদিন তোকে দেবো দেবো চিঠি গুলো , দেয়া হয়না
কিছু হারিয়ে যায় , কিছু জড়ে পড়ে বৃষ্টি হয়ে l
আর কিছু হৃদয় ভাংচুর করে l
হৃদয় ডাক বাক্সে আরও জমা পড়ে থাকে কিছু
আরও কিছু জন্ম হয় , নতুন নতুন
কি যে যন্ত্রণা , তার মাঝে ,
তুই পরবি সেই চিঠি গুলো , যা তোর না পড়া
তুই শুনবি সেই কথা গুলো , আমার অন্তরে যা না বলা
বিস ফোরার মতো , বড্ড যন্ত্রণা দেয় ll