জানি আজ তুমি লিপস্টিক মাখবে
শিহরণ জাগবে ঠোঁটে
শাড়ি পরবে ভাজে ভাজে থাকবে কুচি
কুচির ভাঁজে থাকবে প্রেম -
প্রেমের মধ্যে থাকবো আমি।
তুমি ঘরে ফিরবে লিপিস্টিক ছাড়া
শাড়ির আয়রন ভেঙে
যত প্রশ্ন আসুক
সব প্রশ্নের উত্তর হবে একটাই
তোমাকে কেউ আগলে রেখেছে।