আমি ফিরব না আর ঘরে
নেমে গেছি রাজপথে , শূন্য হাতে
পায়ে হেটে সবটা পথ , ডুভ দিয়ে নদী
খেয়ালি মনে সপ্ননা খুঁজে পাই যদি l
সত্যই আমি আর ঘরে ফিরবনা ...।
তোমাদের শহরে যন্ত্রণা বাসা বেধেছে
মিথ্যেরা ছুঁয়েছে আকাশ l
ভালোবাসার সমাজে কার্বন
দুষিত হয়েছে বাতাশ l
ফিরবনা ঘরে , আর ফিরবনা
লিখবনা ঘরে ফেরার গান
খেয়ালের বেখেয়ালে
হারিয়েছে সত্যও , মরেছে প্রাণ l