বিচ্ছেদ বাড়ছে, বাড়বেই
যুগ জামানার খেলা।
শাশুড়ি এখন পাওয়ারফুল
বুদ্ধি তাহার মেলা।

রান্নাঘরের হাঁড়ির ভিতর
রাজা হাঁস আর  কবুতর।
মুঠো ফোনে কল দিয়েছে বউ
পৌছে গেছে খোঁজখবর।

বউরে আমি ভালোবাসি
বউ বোঝে তার উল্টো
বলি বউ  বোঝো সংসার
গুরু না তো ধার ধার।

বউ আমার শান্তিতে
করছে বেশ পাগলামি
ডানে বললে বায়ে যায়
করছে শুধু ছাগলামি।

নাই ভক্তি, করেনা সম্মান
কথায় কথায় তুলনা
আমার হালা মাথায় হাত
মন রে আমার ভালো না।

কোন দিন যেন সতীন নিয়ে
ফিরি আমি  ঘরে
চক্ষু তাহার খুলবে সেদিন
কাঁদবে ঘুমের ঘোরে।