যদি অন্ধকার নামে নামুক
অন্ধকারে খুঁজে নেব -
যদি বিদঘুটে অন্ধকারে হৃদয় কাঁপে
কাপুক  তবে।
পোড়া হৃদয়ে কি করবে ভয়ে

যদি বৃষ্টি নামে নামুক
তবে ভিজে  হব একাকার
যার চোখের জলে ভিজেছে বালিশ
মন করেছে হাহাকার
কতটুকু ক্ষতি হবে ডোবালে সমুদ্রের জলে।

যদি কেউ ছেড়ে চলে যায়, যাক
ব্যথিত হৃদয়ে ব্যথা হয়না  
একা মানুষ কখনো একা হয় না

২১ শে ফেব্রুয়ারি ২০২৫