যদি আমি তোমার চোখের দিকে তাকাই
তবে কেটে যাবে ১০০ বছর কিংবা তার বেশি
আমার নিঃশ্বাস ভারী হয়ে যাবে, কথা জড়িয়ে যাবে।
কেটে যাবে অনেকগুলো কৃষ্ণপক্ষ।
তোমার ঠোঁটের দিকে আমি যদি তাকাই
হৃদয়ের মধ্যে শুরু হবে বিশ্বযুদ্ধ
বরফ জমে যাবে সাইবেরিয়ার মতো পুরো শরীর জুড়ে
অবশ হয়ে যাবে শরীর,
যদি তুমি এসে বল আমাকে ভালোবাসো
আমার বুকের মধ্যে ধক ধক কাঁপুনি শুরু হয়ে যাবে
প্রচন্ড গরমে আমি ঘেমে যাব, হাই প্রেসার হতে ও পারে। ভুলে যেতে পারি দেশ বিভাজনের ব্যারিকেড,
তোমার বুকের মধ্যেই একটু মাথা রাখার জন্য।
১৫ই ফেব্রুয়ারি ২০২৫