শেষ পর্যন্ত , ভালবাসা নামক শব্দটা
আমাকে গায়েল করল l
রাত জেগে আমি আবারো কবিতা লিখতে বসলাম
বিবেক টাকে বিসর্জন দেবো
অন্তরের কথা গুলো মন থেকে শুনবো l
আজ বেয়াদবি হোক , দু একটা অপরাধ হোক
কিংবা বোকা ছেলের তালিকায় নাম লেখানো ,
আজ আমি মাস্তুল ছুঁয়ে দিবো , আকাশ না পারি
আজ সমাজ- সভ্যতা ভুলে , কারো বিশ্বাস ভেঙ্গে
বলে দিবো আমি ভালোবাসি l
হয়তো পাকা চুলের লোকগুলো বলেই ফেলবে
বাপু তোমায় বিশ্বাস করে ছিলাম
আর তুমি ,
আমি নির্বাক বলে দিবো , আমি ভালোবাসি l
হয়তো পারাতে পারাতে কান - ছেড়া হবে
মাস্টার প্রেম এ পরে ছে l
শ্রদ্ধা টা কোথায় গেলো , তুমি সম্মান নিয়ে থাকো
আমি বলবো , আমি মানুষ মাস্টার নই
ঝিনুকের মাঝে আমিও থাকি
আমি ও ভালবাসার ছবি অন্তরে আঁকি l
আমি আর তোমারদের সমাজটাকে ভয় করবোনা
আমি যে প্রেমে পরেছি
সত্য প্রেম এ পরেছি ll