আকর্ষণ থেকেই যে প্রেম হয়
সেটা বুঝতে হয়েছিল একটু দেরি
তুমি বুঝে ছিলে ঠিকই
তাই নাটাই সুতায় বেধে ছিলে ঘুরি।
ততক্ষণে আমি অনেক দূর
ফিরে আসার নেই আর কোন পথ
তোমাকে ভুলতে চাওয়ার ভেঙেছি কত শপথ।
তুমি জেগে ওঠো মাঝে মাঝে আমার একাকিত্বে
আমার পথ ভোলা পথে।