ঘুমহীন কত রাত তারাদের সাথে কেটে গেছে
ক্লান্তহিন ভোরের প্রতীক্ষায়,
কত অপেক্ষায় সূর্যটা জেগেছে, এই বিরহী মনে
মিলেনি সবুজে পাতার ফাল্গুন।
কত রাত কেটে গেছে নিঃসঙ্গতায়, তোমাকে ছাড়া
না বলা কথা জমা পড়েছে বুকের হাড়ের বাজে বাজে,
বুক জুড়ে হাহাকার, বুকের পাঁজরে না পাওয়ার অভিমানে
এমন কোন ডাক্তার নেই, চিকিৎসা দেবে ক্ষতস্থানে।
যে পাখি জানে তার ঘর নেই, তার সান্তনা কিসের!
তার শূন্যতা শূন্যতা নয়, ছটফট করা বিষের।
দেহটা দেখা যায়, আগুনে পোড়া হৃদয়টা নয়
এই ঘুমহীন রাত জাগায়, শুধু শূন্যতার ভয়।
৩১শে ডিসেম্বর ২০২৪