আমি যাকে ভালোবেসে ছিলাম,
তার কবিতার প্রতি কোন আগ্রহ ছিল না
হয়তো সে জানতোই না আমি তাকে নিয়ে লিখি,
তাকে নিয়ে স্বপ্ন সাজাই,
তাকে নিয়ে ভাবতে থাকি ঠোটের কোণে কলম রেখে,
আমি যাকে ভালোবেসে ছিলাম সে খুব সুন্দরী ছিল না
সে আমার বাড়ন্ত বয়সের এক উড়ন্ত চাওয়া ছিল,
তার মাথা ভর্তি চুল ছিল, আর ডাগর ডাগর চোখ।
তার অনেক বুদ্ধি ছিল, সেসব বুঝতো, বুঝতে পারত,
শুধু আমার ভালোবাসাটুকু ছাড়া।
আমি যাকে ভালোবেসে ছিলাম,
হৃদয়ে নকশি কাঁথা এঁকেছিলাম তার জন্য,
তার হাত ধরে এই পিচ ঢালা পথে হাটতে চেয়েছিলাম
নামতে চেয়েছিলাম গণতন্ত্রের মুক্তির মিছিলে।
প্রেমের স্লোগান- দেয়ালে ছাপিয়ে দিতে চেয়েছিলাম।
কিন্তু সে জানতো না আমি লিখতে জানি -