তোমাদের সমাজ থেকে আমি আলাদা নই
আমার মধ্য মানুষ - মনুষ্যত্ব আর হিংস্রতা আছে
আমার মধ্য লোভ - লালসা কিংবা অহংকার কাজ করে
আমার চেতনায় পাষাণ কিংবা কুপ্রব্বতি হয়তো রয়েছে -
এর মাঝেও আমার নিজের একটা স্বপ্ন আছে -
স্বপ্নের ভিতর আছে রঙ !

তোমাদের সমাজ থেকে আমি আলাদা নই
আমি ও অবিজ্ঞ হবো আর করবো নিঃশ্বাসের ত্যাগ
জানা আছে আমার ও জীবন অনন্ত কালের নয়
নয় যৌবনের - অপার স্থায়িত্ব -
আমার মধ্য  ও আছে - ধর্মের কিছু অনিয়ম
মানুষের মাঝে জাত - বিজাত কিংবা সাম্য-  বৈসাসাম্য ভেদাভদ
হয়তো আমার মধ্য আছে -
তারপর ও আমার নিজের একটা জগৎ আছে -
যেখানে আমার কাজের জন্য গর্বিত কিংবা  নত  হই
কখনো বিবেক যন্ত্রণায় বুক ফাটে - চোখ দিয়ে পড়ে জল l

আমি তোমাদের সমাজ থেকে আলাদা নই
আমি ও  মঙ্গল কামনা করি মানুষের - সৃষ্টি জগতে সবার
আমি ও কখনো মাঝ রাতে - প্রার্থনায়   ধ্যানমগ্ন  থাকি
আমার ও ভুল আছে - আমি মন খুলে স্বীকার  করতে পারি l
আমার মধ্য অনুভূতি আছে , আছে জগতের যন্ত্রণা - হতাশা ,
আছে নারী লোভী এক দানব - যে শিকারের যন্ত্রণায় ছটফট করে
কিন্তু তারপর ও  কোন এক ঝিনুকের জল্পনা কল্পনা কাজ করে -
কাজ করে - ভালোবাসার টান - শ্রদ্ধা আর সম্মান l

আমি তোমাদের সমাজ থেকে আলাদা নই
আলাদা নয় - আমার ভাবনা চিন্তা কিংবা প্রতিদিনের কাজের গতি
আমিও মানি কর্মের নিয়তি -  

হয়তো আমি ও চাই  - এই ক্ষুদ্র জীবনে  একটুকরো শান্তি
মানুষে মানুষে ভ্রাতিত্ত - সকল বিবাধের অবসান
পাপ আর নোংরামি থেকে মুক্তি - কিছু ভাল কাজের সমারোহ
জীবন চলার পথে সত্য জীবনের আগ্রহ l

১০-৫-২০১৮