হয়তো তোমার সাথে আমার দেখা হয়েই যাবে
এই ব্যস্ত শহরের জ্যামে পড়া রোদ্দুরে অথবা
কোন রেস্তোরায় ঝাপসা আলোয় বাস্ত মুখর সন্ধ্যায় l
তুই থেকে হয়তো তুমি নয়তো আপনিতে নেমে যাবো
নিষ্ক্রিয় হৃদয়ে মৃত ভালোবাসার মুখ দুজনেই দেখবো ,
হয়তো তোমার সাথে আমার দেখা হয়েই যাবে
হৃদয়ে বর্ষা হলে হয়তো , হতেই পারে
সুখেই আছি এই একটা শব্দ হয়তো দুজনার
হয়তো অবাক্ত থেকেই যাবে , ভিতরের চিৎকার - হাহাকার
বেড়ে যাবে ঘরে ফেরার ব্যস্ততা , সন্ধ্যা নেমে এলো l