প্রথম তাকে দেখেছিলাম আকাশ মেঘের গল্পে
প্রথম প্রেমের ছোঁয়া লেগেছিল হৃদয়ে
জানাতেই পারেনি তাকে।
কত কবিতা আর কত গল্পতে
অল্পতেই হয়েছি বেখেয়ালি
ভাবনার সাগরে বেড়েছে ঢেউ,
প্রতিদিন কত চিঠি লিখি
না বলা সব কথা দিয়ে,
বুক পকেটে পড়ে থাকে
বুকের ভিতর কাফন দিয়ে।
আমি মন হারিয়ে, রোদ কুয়াশায় দাঁড়িয়ে
থাকি তারই প্রতীক্ষায়
সে আসবে, এই রাস্তায়
খোলা চুলে, মন ভুলে।
কত স্বপ্ন আমি আকি রোজ ,
তাকে ভেবে
আমার ভাবনাতে আমি নেই
হয়েছি ভালোবেসে নিখোঁজ।