শেষ পর্যন্ত , আমাকে চলে যেতে হবে ,
বিছানা ভরা অর্ধেক মায়া নিয়ে -
বালিশে বালিশে - চুলের গেশাগেশি ছেড়ে
অথবা দু হাতের , জোড়া জুরি থেকে দুরে l
এই চুলোয় রান্না হতো , চুলো টা ছেরে
এই ফ্রিজ টা ছেরে কিংবা গোসল খানার বালতি টা
চলে যেতে হবে - নোটিশ এর উপর নোটিশ l
সামাজিকতার নোটিশ , তোমার বাবা মার নোটিশ
বুকের মধ্য ব্যথা , তোমার নোটিশ ভেবে -
বৃষ্টি আসা জানালাটা , কেমন করে আটকে দেবে l
ছোট্ট মেয়ে শিশির কন্যা , দুই দিকে তার চোখ
হচ্ছে টা কি ? হবে টা কি ? বুঝবে না ঐ মুখ -
হয়তো একদিন , সব কিছুকে তুচ্ছ করে
বিচ্ছেদের এই পৃথিবীতে , কাঁদবে একা চুপটি করে l
দরজার দুই কপাট তোমায় , একটু ভাবায় নাকো
ভালবাসার বাধন ছেড়ে , বলবে কেমনে থাকো ?
পিছন ফিরে ভাবছ টা কি ? ভুল তো তোমার নয়
এমনি হাজার গল্প আছে , হাজার দরজায় l
29-4-2018