তোমার ফিরে আসার অপেক্ষায়
জেগেছিলাম অনেক রাত
চোখে পরেছে জল , ভিজেছে অধর
হারিয়ে ফেলেছিলাম চেতনার মোর l
তুমি ফিরে আসবেই , ভালবাসবেই
হাত ধরে , মন পথে হাঁটবেই l
বিশ্বাস এর মৃত্যুতে , জীবনের গল্পতে
তুমিই হয়তো গিয়েছ জিতে ,
তোমার ফিরে আসার অপেক্ষায়
কেঁদেছে হৃদয় ,
মনে হয় , তুমি আর নয় ,
কাছে থেকেও এখন কল্পনায় l
যেন ক্রোশ ক্রোশ দূরত্ব এখন ,
কাছে ছিলে যতোটা তখন l