তুই এমন কিছু ভেবে ভয় করিস না ,
আমার ভালবাসার নিরাপত্তার চাদর দিয়ে , তোকে আগলে রাখবো ।
তুই এমন কিছু কনফিউশন এ নিজেকে রাখিস না ।
পৃথিবীতে বাঁচার জন্য যতো টুকু বিশ্বাস প্রয়োজন , আমি তোর হাতের মুঠোয় ভরে দেবো ।
তোকে একটুকরো দমকা হাওয়ার স্পর্শ লাগতে দিবো না ,
এমন কি সমুদ্রের একটুকরো ঢেউ তোকে স্পর্শ করতে আসলে , আমিই তার আগাত টা নেবো ।
শুধু তোকেই না , তোর পরিবার টাকেই আগলে রাখবো । তুই তো জানিস আমার পৃথিবীটা বর একা ।
আমি শুধু তোকে নিয়ে বৃষ্টি ভেজার স্বপ্ন দেখছি ।
তোর হাত ধরে একটু সুখের স্পর্শে হাঁটতে চাচ্ছি ।
অফিসের শেষে , কেলান্ত বিকালে , তোর মুখটা দেখতে চাচ্ছি ।
তোর মুখ দেখে আমার সুপ্রবাত ভাবনায় নিয়ে আসতে চাচ্ছি ।
হাজারো স্বপ্নের মাঝে আমাদের বসবাস ,
আমার শুধু ঝিনুকের মাঝে বসবাস ।