এই রকম খোলা চুলে , কারো সামনে যেও না ভুলে
কেউ ঘুম থেকে উঠে , চোখ খুলে - এলোমেলো চুলে যদি দেখে ,
তবে তার কি দোষ , তার আকাশ সূর্য কে প্রদক্ষিণ করতে পারে ,
তোমার রাস্তায় আসতে পারে - ধূলি কণা , আসতে পারে উত্তরের হাওয়া ,
তোমার লাইব্রেরীতে , আসতে পারে অনাকাঙ্ক্ষিত কিছু বই ,
তুমি তো জীবনানন্দ পছন্দ কর , চুপ চাপ জীবনানন্দ পড় l

এই ভাবে হেসো না , সোশ্যাল মিডিয়া তোমাকে ঘিরে লিখতে পারে আরটিক্যাল l
তুমি যদি কোন ম্যাগাজিনের ফন্ট কাভার হয়ে যাও ,
যে রাজপথ শূন্যতায় খাঁ খাঁ করতো , সেখানে পরে যেতে পারে জ্যাম ,
তোমার হাসির উত্তাপে , ফুটতে পারে , শীতের সকালে গাঁদা , সূর্যমুখী,
তুমি তো রাতের চাঁদকে দেখেই অপলক সুন্দর খুঁজে নাও ,
তার চেয়ে তুমি একটা কাজ করতে পারো , জীবনানন্দ শেষ করে সুনীল পড়ে নিয় l

এর পড় তোমাকে কেউ যদি বলে ফেলে , নীল খামে চিঠি লিখেছি , তুমি পড়বে ,
যদি বলে ফেলে - এই বিলীন সবুজের মাঝে হাতটা একটু ধরবে ,
তুমি তো বিপাকে পরে যাবে ,
যদি তোমাকে নিয়ে কেউ সূর্যাস্ত দেখতে চায় , যদি সমুদ্র সৈকতে হাটতে চায় ,
যদি আবছায়া কুয়াশায় হারিয়ে যেতে চায়, তুমি বিপাকে পরে যাবে l

১২-১১-২০১৯