তোমাকে বুঝতে না পারার অভিযোগে
তোমাকে হারিয়েছি।
এই হরেন ভরা দুষন শহরে
তোমার আপন হতে চেয়েছি।
খুব আগ্রহ নিয়ে তোমার বুকের মধ্যে
খুঁজতে চেয়েছি মহাকাশ
হয়তো তুমি বুঝেছ ভুল অন্ধকারে
সম্পর্কের হয়েছে সর্বনাশ।
এক জীবনের শত আয়োজনে
সবটাতেই এখন তুমি
তোমার ভিতরে ঘুমিয়ে থাকে
কবিতা গল্প আর আমি।
31/12/2024