আতশবাজির মত আমার বুকের ভিতর
তুমি ফাটছো প্রতিদিন
ভাবছো তুমি জিতে গেছো, আকাশ আগুন জেলে
তোমার শূন্যতায় ফিরবো আমি একদিন।
তুমি না হয় সেদিন মাথা রেখো আমার বুকের উপর
আমি টানিয়ে দেবো মস্ত সামিয়ানা
তুমি ভয় পেয়ো না, হৃদয়ের ভিতরের ক্ষত
আর তোমাকে না পাওয়ার চিৎকারের শব্দে -
ভুল করে মাথা তুলে তাকিয়ে দেখনা আমার চোখের দুপুর
তবে তুমি বিবেকের নরকের ছারখার হয়ে যাবে।
তুমি না হয় একটু কেঁদে নিও, দু'ফোঁটা জল ফেলে
সেই জল এসে পড়ুক আমার বুকের উপর।
আমি আবারো, বারবার তাতে পুড়ে হবো ছাই।