আমার যতগুলো স্বপ্ন আছে
সবগুলো জেগে উঠেছে অভাবে
জীবনের যতটুকু গল্প আছে লুকানো
প্রকাশ পেয়েছে তা আমার স্বভাবে

সবার মত এক রাস্তায় আমি হাঁটি না
আমার রাস্তা উঁচু নিচু
আমার রাস্তা সংস্কারে ব্যস্ত কত লোক
আমার রাস্তায় খুড়াখুরি, আমার রাস্তায় অনেক শোক

একটু বৃষ্টিতেই রাস্তায় হয়ে যায় কাদা
কত মানুষ হেটে যায় কত অভিযোগে
আমার শুধু ক্ষত বাড়ে, বুক পাঁজরে
আমারও যে ব্যথা হয়, অভিমানী রোগে


কে আমার বুকে পাড়া দিল নেই কোন অভিযোগ
নিজের রাস্তায় লুকিয়ে রাখা  অভিমানী রোগ
আমারও  বুক পাঁজরে ও ঢালাই হবে, দুপাশে ফুটবে ফুল
চিৎকারে সব ভারি  হবে তোমাদের একুল ওকুল