আমি কেন পালাবো -
সমুদ্র শুখিয়ে যে খর্বতা এসেছিলো ,
অন্ধকার কালো রাত্রি , নিঃসঙ্গতা আর হৃদয় ছোঁওয়া নৈরাশ্য
একাকীত্বের হাত ছানি , সব সব পালাক l
আমি কেন পালাবো -
আমি তো সেই সূর্য - যে প্রতিদিন স্বপ্ন নিয়ে জাগে
আমি তো সেই জল্কানি - বস্রের মত তীব্রতা যার
আমি তো সেই ভবিষ্যৎ - যার প্রতীক্ষার রবে ইতিহাস
আমি কেন পালাবো -
এই সুন্দর সবুজ প্রকিতির লীলা ভূমি ছেড়ে
এই জলরাশি আর বাতাসের অনুভূতি ছেরে -
সময় আর মহাকাল ছেড়ে ;
আমি কেন পালাবো -
যুদ্ধের ময়দানে - আমি স্বাধীনতার সুখ পেতে পারি -
সন্তান হীন কোন মায়ের মুখের হাসি হতে পারি -
বোনের প্রতীক্ষার কারন হতে পারি -
আমি কেন পালাবো -
পালাবে তো কাপুরুষ
পালাবে তো অতীতের সব দুসসয়
পালাবে হীনমন্যতা
আমি কেন পালাবো -
আমার জন্য পৃথিবী -
আমার জন্য অপেক্ষমাণ দিজ্ঞি জয়
তবে কেন করবো ভয় l