আমি কিন্তু সভ্যতা ভুলে যাই , মাঝে মাঝে -
চলতে চলতে - অলিতে গলিতে হারিয়ে যাই -
কিছু অসভ্য গল্প তারা করে প্রতিদিন -
অপ্রত্যাশিত অহেতুক - বাচালতা সারক্ষন l
তুমি বুজবে তো আমায় ?
কোন এক সাপুড়ে এসে , ভালবেসে ,
পোড়ালো ভালোবাসার যন্ত্রণা ভরা বিষে -
তারপর কত কাল তোমার প্রতীক্ষা ছিল - এই পোড়ামন
তোমাকে খুঁজতে গিয়ে  -  বার বার  দেখি  কোন সাপুড়ে -
তারপরে হারিয়ে যাই চিৎকারে চিৎকারে l
কলেজের আড্ডায় , কিছু আত্মীয়র অতিপ্ত বিষয় -
যেন সুচ ফুরে দেয় কলিজায় , বড্ড যন্ত্রণা হয় তখন -
চোখের নিচে শ্যাওলা পরেছে - সমাজ বলছে কালি -
এতটা শূন্যতা , জীবন সমুদ্র ভরা শুধু বালি আর বালি l
আচ্ছা তুমি তো , ওই সাপুড়ের মত - করবে না , হৃদয়ে খত !!
জানো , সবার মধ্য থেকেও , বড্ড একা থাকি !
তুমি বুজবে তো আমায় ?
মধ্যরাতে , যেন তোমার প্রতীক্ষায় আমি বসে থাকতাম -
কিন্তু ওই সাপুড়ে এসে - আমায় ভয় দেখাতো
বলতো তুমি এলে , তোমার হৃদয়ও বিষ ডেলে পুড়ে দেবে !
তারপর তুমি যতো বারই আসো না , তুমি আর তুমি থাকো না -
তুমি যেন আর এক বিষ সাপুড়ে হয়ে যাও -
আমি তোমার প্রতীক্ষা করতে করতে আমি ক্লান্ত !
এই তুমি কি ভাবছো, তুমিও চলে যাবে ?
একটু শুনো , দাড়াও না , একটু দাড়াও ,
দারাও সাপুড়ে - দেখবে একদিন পাগল হয়ে যাবো -
তোমাদের এই সভ্যতা আমি চিবিয়ে খাবো --  
হা  হা  হা হা , চোখ দিয়ে গড়িয়ে পরছে জল -
তুই আবার আসবি কবে সাপুড়ে - আমায় বল !!!!!!!!!!!

১১-৭-২০১৮