তোকে প্রথম দেখার মুহুরতুকু
এখনও ফ্রেম এ বাঁধাই করা ,
ভাবনায় ছিলনা , তুই হবি
আমার ভিতর রোদ্দুর খরা l
তোর নামে লেখা হবে কবিতা
মন পবনে বিড়বিড় করা গল্প ,
আমার থেকে আমি হারিয়ে
নিজের মাঝেই অল্প l
কখনো ভাবনায় আসেনি ,
তুই হবি আমার সমগ্র দিন l
বড় নিঃস্ব লাগে আজ
জীবন টা তুই হীন l
১৭/১১/২০১৭