ভালবাসলে তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছা পোষণ করতেই পারি।
হাত ধরে হাঁটতে পারি ঝুম বৃষ্টিতে রাস্তায়,
চোখে চোখ রেখে তাকাতে পারি যে কোন অবস্থায়।
বুকের মধ্যে মাথা রেখে শক্ত করে জরিয়ে ধরতে পারি।
সব ভালবাসায় লজ্জা থাকে না,
ভয় থাকে না
নিয়ন্ত্রণহীন ভালোবাসা হতেই পারে
কেউ অল্পতেই তোমাকে ছুঁয়েছে
কেউ ছুইনি তাতে কি?
ভালোবাসার একটা আলাদা সংজ্ঞা থাকে
আলাদা রঙ থাকে
কখনো পুরুষ অল্পতেই জেগে যায়
কেউ জাগে দেরিতে,
যদি কেউ হাত ধরে ফেলে তোমার
মৃত্যু নগরীতে।
বিশ্বাসে পুরুষ জন্ম নেয়,
জন্ম নেয় তোমার নিরাপত্তায়।
৩০/১২/২০২৪