দূরত্ব ভালোবাসাকে মলিন করে ফেলে
তোমার আর আমার দূরত্বে আমাদের ভালোবাসা।
অনেক চেষ্টা করে তোমাকে দিন দিন ভুলে যাচ্ছি
হয়তো তুমি আগেই ভুলে গেছো আমাকে।

তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাচ্ছি প্রতিদিন
বেশ কেটে যাচ্ছে কবিতা গল্প লিখে
এলাকার মোড়ে চায়ের দোকানে  কিংবা বিকেলের ছাদে
এখন নিজেকে খুঁজে পাওয়া যায় নিজের মাঝে।

তোমার বুকের উপর অন্য কেউ মাথা রেখে
হয়তো শুয়ে আছে,
নিশ্বাস নিচ্ছে বড় বড় করে, করা পারফিউমের

দূরত্বের সাথে গুরুত্ব হারিয়ে যায়
করিডোরে পড়ে থাকে কিছু স্মৃতি, খুব বেশি আকর্ষণের নয়
মাঝে মাঝে অনুভবে আসলে ভালই লাগে।
দূরত্বেই তোমাকে অনেক পাশে পাই
যতটা কাছে থাকলে, ততটা পাওয়া যেত না।

০২/০১/২০২৫