শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার ই নাই আজ দেখা। শিক্ষা থাকে কাগজে-কলমে ব্যবহারে যায় না তা দেখা।
একমুঠো ভাতে,জীবন নিলো শিক্ষিত ছাত্রের দল।মুমূর্ষু রোগী তোফাজ্জল একি পেলো শিক্ষার ফল।
শিক্ষিত কি এদের কেই বলে থাকবেনা যাদের মন।মনুষ্যত্বের তাড়নায় পড়ে করবে এমন কাম।
তবে শিক্ষিত দ্বারা উন্নতি করব কেমনে আশা।যেখানে নাই মনুষ্যত্ব মনে বরই ব্যথা।