কালকে দেখলাম চাঁদ আকাশ জুড়ে হাসি আপন মনে। সারা রাত্রি হেসে খেলে কিরণ দিয়ে আলোকিত করল ভূমি।
আজ তবে কেন নেই চাঁদের হাসি , কেন নেই চাঁদেরই কিরণে র মেলা, কেন আজ ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে পুরো এই ধারা।
কাল সারারাত একসাথে দেখেছি কত স্বপ্ন। এঁকেছি রং তুলি দিয়ে হাজারো চারুকলা।সবই কি বৃথা যাবে ভাবনাময় অমন মেলা।
কাল সারারাত গল্প করেছি চাঁদ কে নিজের ভেবে, দুঃখ কষ্ট সব বলেছি চাঁদের দিকে চেয়ে। চুপ করে শুনে নিল,হাজার-সহস্র রহস্যময় আজব কথা। যা ছিল এই বুকেতে অনেক বছর গাথা।
আমাকে একটি বারের জন্যও বলেনি, আর বলিস নে এমন বিরহের করুন কথা,আর বলিস না মনে জমিয়ে রাখা নিষ্ঠুর কষ্টের কথা।এসব বাদ দিয়ে এখান থেকে পালা।
বল চাঁদের মত এমন একাকীত্ব সই, চাঁদের মতো নিঃশব্দের শ্রবণকারী অমন বন্ধু পাব কই।
আজ কাকে বলবো আমার চাঁদের মত একাকীত্বের কথা,কাকে বলব এক যুগ ধরে হৃদয়ে পুষে রাখা মনোহারিণী কথা।
কেই বা দেখাবে আজ নিস্তব্ধ শহরের পথে হেটে চলার দুর্গম পথ। কেই বা একাকীত্ব কে ভুলিয়ে দিয়ে আনবে এই মনেতে স্বাদ।
আমাকে আবার একাকীত্ব, শূন্যতা নিয়ে কাটাতে হবে অনেক রাত, যবে না পাবো দেখা মায়াবী রহস্যে এর অমর চাঁদ