আবার এলো বিশ্বকাপ
চারদিকে খুশির আমেজ
চলছে আয়োজন!
মাঠের খেলা শুরুর আগে
ঘাটের খেলা শুরু!
কাদের দল কত ভালো
চলছে তর্ক বিতর্ক!
প্রিয় দলের জার্সি গায়ে
ঘুরছে সবাই দলে দলে!
দোকান পাটে বাড়িতে বাড়িতে
উড়ছে নানান পতাকা!
যাদের পতাকা যত বেশী
চলছে তাদের বাহাদুরি!

কদিন পরেয় খেলা শুরু
খেলা হবে পার্টি হবে
খেলা দেখে আনন্দ হবে!
ছোট বড় মাঝারি বুড়
বয়স কোন বিষয় না
সবাই মিলে খেলা দেখে
আনন্দ হবে উল্লাস হবে!

একটা মাস খেলা রবে
বন্ধুতে বন্ধুতে ঝগড়া হবে
খেলা যখন শেষ হবে
ঝগড়া আবার মিটেও যাবে
সবাইকে তাই বলতে চাই
শান্তিপূর্ণ খেলা দেখুন
ঝগড়া থেকে দুরে থাকুন!!
17-11-22.8:6pm.