আমায় কি তোমরা ভুলে গেছো
ভুলে গেছো একদিন আমি ছিলাম
আমি ছিলাম তোমাদের পরিচিত কেও
আমাদের কথা হতো কত!
আমায় কি তোমরা ভুলে গেছো
ভুলে গেছো কত দুঃখ কষ্ট আনন্দ বেদনায়
আমিও ছিলাম তোমাদের পাশে,
এক সাথে দিন কেটেছে কত
আজ যা হয়েছে শুধু স্মৃতি!
আমি চেয়েছিলাম শুধু প্রতিটা সময়
তোমরা যেন ভালো থাকো
খুশিতে কাটাও দিন!
সাধ্যমত চেষ্টা করেছি
তোমাদের প্রয়োজনে যেন লাগি!
কতটা পেরেছি জানি না কিছুই
জানি না তোমাদের মনে
এখনও আছি কি আমি!!
25-11-22.11:51pm.
তোমরা কি ভুলে গেছো!!
আমায় কি তোমরা ভুলে গেছো
ভুলে গেছো একদিন আমি ছিলাম
আমি ছিলাম তোমাদের পরিচিতো কেও
আমাদের কথা হতো কত!
আমায় কি তোমরা ভুলে গেছো
ভুলে গেছো কত দুঃখ কষ্ট আনন্দ বেদনায়
আমিও ছিলাম তোমাদের পাশে
এক সাথে দিন কেটেছে কত
আজ যা হয়েছে শুধু স্মৃতি!
তোমরা হয়তো ভুলে গেছো
ভুলে যাওয়ারইতো কথা
যে মানুষ দুরের কেও
তাকে মনেয় বা রাখে কে!
আমি তোমাদের ভুলিনি কভু
ভুলিনি তোমরা ছিলে
তাইতো আবার ফিরে আসি
বহু বহুদিন পরেও!!!
তোমরা কি ভুলে গেছো!!L
আমায় কি তোমরা ভুলে গেছো
ভুলে গেছো একদিন আমি ছিলাম
আমি ছিলাম তোমাদের পরিচিতো কেও
আমাদের কথা হতো কত!
আমায় কি তোমরা ভুলে গেছো
ভুলে গেছো কত দুঃখ কষ্ট আনন্দ বেদনায়
আমিও ছিলাম তোমাদের পাশে
এক সাথে দিন কেটেছে কত
আজ যা হয়েছে শুধু স্মৃতি!
তোমরা হয়তো ভুলে গেছো
ভুলে যাওয়ারইতো কথা
যে মানুষ নিজের ইচ্ছায় দুরে থাকে
তাকে মনেয় বা রাখে কে!
আমি তোমাদের ভুলিনি কভু
ভুলিনি তোমরা ছিলে
তাইতো আবার ফিরেছি আজ
বহু বহুদিন পরে!!!
2-11-22.8:43pm.