আবার এলো শীত কাল
কারো জন্য আনন্দ আর
কষ্ট নিয়ে কারো!

চার দিকে শীতের খেলা
হয়ে গেছে শুরু
নানা রকম পার্টি হবে
হবে নানান অনুষ্ঠান!
গান বাজনা যাত্রাপালা
বিয়ে সাদি জমবে মেলা,
ওয়াজ মাহফিল সবই হবে
হবে আরো কত কি!

শীত এলে অনেক মানুষ
কষ্টে থাকে খুব
আমরা যদি চেষ্টা করি
তারাও পাবে সুখ,

যার যার সাধ্যমত
বাড়ায় যদি মানবতার হাত!!
23-11-22.1:28am.