অন্ধকার রাতে যে চাঁদের আলোয় তোমরা হাটছো,জেনে রেখো হে প্রিয় তরুণ তরুণী ঐ চাঁদ আমারও।আমিও ঐ চাঁদের আলোয় বসে নিজের দুঃখ ভুলি।
সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা সাহসী সূর্যমুখী দেখে থমকে দাঁড়ানো সুন্দর দুই প্রজাপতি শুনো,ঐ ফুল আমারও।আমিও ঐ ফুলের সাহসিকতায় মুগ্ধ হই।
দীঘির পূর্ব কোণে পাশাপাশি ফুটে থাকা দুই শাপলা ফুল শুনো,যে দীঘি তোমাদের ভাবছো তা আমারও। আমিও ঐ দীঘির শীতল জলে সব ক্লান্তি ধুয়ে মুছে ফেলি।
সুন্দর নীল আকাশে উড়তে থাকা দুই শালিক পাখি শুনো,এ আকাশ আমারও।আমিও ঐ আকাশের দিকে তাকিয়ে ভালোবাসা অনুভব করি।
জেনে রেখো লতা পাতা ঘাস ফুল,জেনে রেখো সবে।যারে তোমরা তোমার ভাবছো সে কিন্তু আমারও।
13sept.2024.12:49pm.