এখনের যুগের কিছু নারী
পর্দা কি বুঝে না তাহা!
পর্দা মানে পরিচয় ডাকা নয়
লজ্জা ডাকিতে হয়!
লজ্জা নয় পরিচয় ডাকিতে
পর্দা করে তারা!
পাড়ার মোড়ে আড্ডা মারে
দুষ্ট ছেলের দল!
পর্দা করিয়া ভাবি টা গেলেও
ঠিকই চিনে নেয় তারা!
পর্দা দিয়ে চেহারা ডাকিলে ও
শরীর চেনা জানা!
এমন পর্দায় লাভ কি বলো?
গুনা হর পাল্লা হয় ভারি!
পর্দার মত পর্দা করিলে
তবেই পাবে রহমত!
আখেরাতেও মুক্তি পাবে
দুনিয়াতেও শান্তি সুখ!