দেশের মানুষ কেমন আছে
সে কথা আমি বলবো না
আমি শুধু বলবো আজ
আমার প্রিয় ছোট্ট গ্রাম
কেমন ছিলো এখন কেমন আছে!
বাড়ির পাশে গ্রামের বাজার
সেখানে গেলেই সব দেখা যায়
সব কিছু যায় জানা!
একটা সময় বাজার ছিলো
মানুষ জনে ভরা
এখন দেখি বাজার থাকে
বেশির ভাগই ফাঁকা!
বন্ধু আমার দোকান চালায়
ফলের দোকান তার
একটা সময় মাল আন তো যে
জেলা সদর গিয়ে
এখন দেখি অল্প সল্প মাল আনে সে
বড় বাজার থেকেই!
তারে আমি জিগায়,কিরে
ব্যবসাপাতির এই অবস্থা
বাজারে দেখি মানুষ জনই নাই!
সে আমারে কয়,আরে বেটা
মানুষজনের পকেট এখন ফাঁকা
নিত্যদিনের খরচ নিতেও
তাদের এখন কষ্ট
ফল তো এখন নিবে না কেও
অতি প্রয়োজন ছাড়া!
দোকান পাটেও আসে না মানুষ
বাড়তি খরচের ভয়
তাইতো এখন বাজার থাকে
বেশীর ভাগই ফাঁকা!
গল্প করতে বন্ধুর পাশে
দোকানে যখন বসি
প্রায় দিনই একটা জিনিস
আমার চোখে আসে
মধ্যবিত্ত এক ভাইকে দেখি
টিসিবির চাল হাতে
এদিক সেদিক চায়
কেও যেন দেখতে না পায়
অতি দ্রুত হেটে চলে যায়!!
15-11-22.4:33pm.