নীলা তুমি নীল আকাশ
দূর থেকেও সুন্দর!
নীলা তুমি নীল সাগর
মনটা অনেক গভীর!
নীলা তুমি নীল রং
সবাই বাসে ভালো!
নীলা তুমি নীল জোছনা
আলোকিত মানুষ!
নীলা তুমি নীল মাছরাঙ্গা
ধৈর্য সীমাহীন!
নীলা তুমি নীল ফুল
দেখতে লাগে ভালো!
নীলা তুমি নীল চোখ
মুগ্ধ করা মায়া!
নীলা তুমি নীল ফড়িং
কাছে গেলেই পালাও!
সব নীলেতে তুমি আছো
তোমায় শুধু খুঁজি!
৭-৫-২২