ভালোবাসা তোমার কাছে
ফিরে ফিরে আসুক!
ভালোবাসা তোমার কোলে
ফুল হয়ে ঝরুক!
তোমার মনের ভালোবাসা
তারার মত জ্বলুক!
তুমি যারে ভালোবাসো
তোমার মনটা সে বুঝুক!
তোমার মত সেও তোমাকে
ভালোবাসায় রাখুক!
চাওয়া পাওয়া,রাগ অভিমান
ভালোবাসায় থাকুক!
ভালোবাসা তবু পূর্ণতা পাক
ভালোবাসার মানুষ টা তোমার হোক!!
24-10-22.10:48pm.