আমি তুচ্ছ হয়ে,
হয়ে যাই কৃতদাস,
তোমারে বানিয়ে দেই মহারাণী।
এটাই আমার ভালোবাসা,
তুমি হলে সবার উপর,
এটাই আমার পাওয়া।