তুমি হলে আমার কাছে
দূর আকাশের তারা
দূর থেকে দেখতে হয়
দূরেই তুমি থাকো!
তারার মত থাকো তুমি
আকাশের মত দুরে!
হঠাৎ করে হারিয়ে যাও
কালো মেঘের নিচে!
8-4-22,12:22am.