প্রতিদিন বিকেলে
তারা আমার সঙ্গী
ওরা বসে প্রেম করে
আমি বসে দেখি!
কিছু সময় পাশে পাশে
একটু পরে দুজন থাকে দুই পাশে
তারাও দেখি রাগ করে
অভিমানে দুরে থাকে
সন্ধ্যা  হলে আবার তারা
হয়ে যায় এক
এক সাথে উড়ে যায়
ভালোবাসা নিয়ে!
30-10-22.4:16pm.