আজকাল যাদের মুখে
স্বাধীনতার বাণী,
গত পরশু তাদের মুখে
ছিলো স্বৈরাচারের দুয়োধ্বনি।

কী দ্রুত বদলায় মুখোশ,
বদলায় তাদের রঙ,
স্বাধীনতার পতাকা তুলে
গায় বিভ্রান্তির সুর-সংঙ্গ।

যারা দমন করেছিল কণ্ঠ,
ছিনিয়েছিল অধিকার,
আজ তারাই নাকি স্বাধীনতার
স্বঘোষিত সর্দার।  

তারা জানে না স্বাধীনতার মানে,
জানে না এর পথ,
স্বার্থের খেলায় রঙিন করে
জনতার রক্ত স্নাত শত।

তবে ইতিহাস নিরব নয়,
সাক্ষী রাখে প্রতিটি ধূলি,
বিচারের দিনে মুখোশ খুলে
সবই হবে জ্বালাময় ঝুলি।

তাই যে স্বাধীনতার বাণী আজ
তারা ছড়ায় অহরহ,
কাল তাদের মুখোশ খুলে
মানুষ জ্বালাবে সত্যের মশালও।