নিজের কাছে নিজেই আমি
প্রশ্ন বোধক রেখা !
আলোর খোঁজে আধার ঘরে
বসে আমি একা
আলোর দেখা পেলাম কোথায়
নাহি পেলাম তোমার দেখা
নিজের কাছে নিজেই আমি
প্রশ্ন বোধক রেখা !
আলোর খোঁজে বাহির আমি
নাহি পেলাম দেখা
হওয়ার তালে উরে বেড়াই
খুঁজি তোমার ঠিকানা
দেখো এইখানেও নাহি পেলাম দেখা😅
নিজের কাছে নিজেই আমি
প্রশ্ন বোধক রেখা !
মেঘের পিছু ছুটে বেড়াই
যদি বৃষ্টিতে পেয়ে যাই তোমার দেখা।
কিন্তু আবাক হলাম শুনে আমি
বৃষ্টি এখন আর নয় তোমার কাছে দামী