উপরে উঠি, উপরের উপরেও
চাখছি এভারেস্টের ছাদ
দেখছি শিল্পসৌন্দর্যবাদ।
মধ্যে থাকি, মধ্যের মধ্যেও
গোলের ভেতর যুগলচাঁদ
করছি আবাদ শিল্পদৃষ্টান্তবাদ।
গভীরে নামি, গভীরের গভীরেও
নিই গভীরের স্বাদ-
মিথ্যে জানছি জন্মান্তরবাদ।
পূর্ব প্রকাশিতঃ ২০১৩.০৫.৩১, (শিল্পসাহিত্য) দৈনিক সুপ্রভাত বাংলাদেশ।